Important Announcement
PubHTML5 Scheduled Server Maintenance on (GMT) Sunday, June 26th, 2:00 am - 8:00 am.
PubHTML5 site will be inoperative during the times indicated!

Home Explore কবিতামঞ্জরী 166-214

কবিতামঞ্জরী 166-214

Published by Sajal kumar Biswas, 2021-02-07 15:30:59

Description: কবিতামঞ্জরী 166-214

Keywords: সজল,sajal Biswas, কবিতানুমঞ্জরী

Search

Read the Text Version

185. াত জ ন নবা র কত ধান মািট ত প ড় থা ক, পা য় দ ল যায় কহ িফ র না তাকায়। বস বাস ী ফু ল মািট ত ঝ র প ড়, ঝরা স ফু ল দিখনা কহ িন জ র সাজায়।। বরষা ধারা ব হ মা ঠ ঘা ট ব ন উপব ন, স ধারা অধরা হ য় িন জই ব য় যায়। ঘা স ত ফা ট ফু ল, সু রী কু সুমকূ ল, দিখনা ললনা কউ, তা িদ য় খাপািট সাজায়।। বরষার কািলদাসী কা লা মঘ, দতূ হ য় বাণীিট বয়, শারদীয়া মঘ কিবকল ম াত ব ন যায়। আকা শ কত তারা তা দর কত নাম, স ায় হ য় স তারা, ভা তর \" ক \" নামিট হারায়।। গা য়র বধূ তলসী ত ল দীপ া ল, স দীপ সখা নই পু ড় বাঁ চ। ভা ত আ লা এ ল দ খ িক সক ল, স ার স দী পর সল তিট পু ড় আ ছ।। বরষাধারা রািগনীর বাদ , দাদরু ীর িন, ঘুম ঘা র রা ত কান প ত িন। ভা ত জ গ উিঠ কত কাজ িন য় ছিট, রা তর দাদরু ী র ভাল তা বািসিন।। গা গাির ভর ণ দ খিছ এক সু রী কািমনী, সক ল কয়, অ ৎ স, তা র ছঁ য়ািন ছঁ য়ািন।। ভান ক র আ ছন িতিন, ভব ন ভািমনী, িমকা িক কা রা িতিন, মান ক র মািননী।।

বা ব প থ ঘা ট অথবা দিৃ র গাপ ন, আ ছ কত সু র, াত কিব দর মন ন। তা দর ক রিছ পজু া, িনমাল ক রিছ ধারণ, তা দরই াত প আমার িচ র জাগরণ।। এ সাধনায় প য়িছ এক চতনা, াত ব ল আর কাহা রও দিখনা। িব চরাচ র দিখ এক িদব দ াতনা, প প িত প হ য় ছন ম নারমা। পজূ ার ডািল ত সাজা না পিব পু সব, পর মর শ তা দর উজ ল বভব।। Dated:-07.01.2021 অিনবাণ িভ ু

186. ক ল জর িদিদমিণ ক ল জর এক িদিদমিণ সকাল রাত পড়ান িতিন পড়া ত পড়া ত মাথাটা গল রাঁধ ত বল ল কা া লাগাল ক রন না রা া বা া রাঁধ ত বল ল ক রন কা া িস নমায় িতিন কখ না যান না রস গা া খান, ি য় দাকানিট পা া খবু ই সু রী িতিন িক শাড়ী কখ না প রন িন ব লিছ কত শাড়ী পর ত কা ন হী রর দলু িট ঝালা ত পর ত একটা িটপ কপা ল একট হা সন যন ছ লরা দখ ল। গ ী র চ লন িতিন মান চ ল যা ব, িতিন না িদিদমুিন! ক ল জ সবাই জা ন িদিদমিণ ফাকলা হা সন না তা, দ খিন কউ তার দাঁত লা বাঁ ধন না চল বাঁ ধন না বণী চ লন যন ক ল জর করািন িক িতিন সু রী আহা মির মির ভয় পায় তাঁ ক সবাই, দখ ল ডা ক ীহির ছ লরা এমন ভয় প ল পা জ িভরিম খ ল আস ব না ভা লা বর কাঁদ ত হ ব জীবনভর

কিবতা িল খ কিব আিম নাম িদই তা র রাণী দশমী চ য়িছলাম একটা উপহার িডিজটাল ছিব পাঠায় বার বার িডিজটাল মা ন ফাঁিকর দান ও দা ন মা টই ভ রনা াণ। লংকা থ ক আ মর ছিব পাঠা লা ব ড়াই ক সু আস ল ফাঁিক িদল তাই বিল কিবতা প ড়া পড়া না ছাড়, আর হ য় ও ঠা ব ড়া বড় হওয়া ম ন িখল িখিল য় হাসা ভা লা ছ ল প ল একট ম ভাসা জীর পাওনা িমিট য় দাও ভা লা একটা বর িন য় নাও িদিদমিণ িদিদমিণ চ ট ছন িতিন, িনরািমষ ধ র ছন চ ট খান চাটিন। এত টাকা আয় ক রন জমান না ব াং ক, সু দ ব া ভল ক র, কাঁচা িতিন অং ক। পড়া ত পড়া ত তার দাঁত গল খিু লয়া, রায় দয় হাত তািল ,শ তা ভিলয়া। ি ি পাল ব ল, \"আমা ক একট দখ বন\", িদিদমিণ ব ল \"আমায় হড থ ক ছাড় বন\"। ি ি পাল ব ল আিম ক হড ছাড়া নার, আপিনই কারণ বড়, রায় ক কাদা নার। পাড়া ত সবাই ব ল প িতিন দগূ া, অন ত তাই িতিন খান মটন মুগা। জী যখন নাম দয় দগু া দশমী, গ ব ডানা গজায়, খান একট িভরমী।

চতনায় িফ র এ ল, তাকান চাখ গাল ক র, ছা দর প ীটা হ স ও ঠ িফক ক র। ছা দ উ ঠ চল খু ল, অ তা ঘু র বড়া ল, ভ ত দর চাখ লা উ ঠ আ স কপা ল। কত িদন ব লিছ রা ত ছা দ না য ত, পিূ ণমা অমাবস ায় ডািকনীরা উ ঠ ত ত। মাস পার হ লা গলাটা িন না, কিবতাটা নলাম যন ভ ত দর কা া। ভত তাড়া ত কত কিবতা িল খ যাই, কত বু লট ছািড় তবু ভত যায় নাই। এ ভত ছাড়া ত হ ল কা ন দব ম , উপহার দব এক অিভনব য । ক সু ভত যায় কা ন িদ ল সুড়সুিড়, মা ারী ভত যায় িপ ঠ িদ ল দড়ু দিূ ড়। ছা দর ক লা ভত, যায় না সহ জ ত য ত পা র, পু রা বািড় ঝাড় দওয়া কা জ ত। শ া ু দ ব না, ছয় মাস চ ল ত, সাবান ছা ব না, নয় মাস ন খ ত। পাষাক যা পরা আ ছ, ছাড়া তা যা বনা, পাশাকটা ধায়া তও আ ছ জািন নানা মানা। িনরািমষ খ ত হ ব, পর পর বা রা মা স, পিূ ণমা অমাবস া একাদশী, সদা যন ম ন ভা স। আর একটা কথা ম ন ত রাখা চাই, মটাওিন জীর দনা, ভ তরা ধ র তাই।

187. স ারী অিয় ধিন তাহার কত িনিধ, ত বড় ধনী, তহা কু জাউ, সাধ ধনী বিন। িবসির সব আছ য় শরম, পিরনু কাষায় বশ, িবরহ সািথ কির, চিল ত কু , অিয় দ য়শ। মালিতমালা রাখহ য শাদািনিধ, ণয়হলাহ ল অ ঘার দািহ ছ িবিধ। ন ন রািধকা মাহন, শরম গিয়, দহ মু ঝ মধন। তামার ঐ য দিখ িব মা ঝ, কন স জ ছা জািননা এমনতর সা জ। সৃি র ক সীমায় তামার এ িবিচ সাজ, িব ু থ ক িব াচ ল কিরছ িবরাজ। আ ছা ু াণ কণা থ ক মহাতারকা লা ক, ইহ লাক থ ক দূ র কা না দু লা ক। লা ক বা মর ভ লা ক, বা ধর মানস লাক পা র, হয় তা বািধ লা ক। দিৃ সীমায় অথবা সীমাপা র কা না অসীম ভিমকায়, প অ পর সীমা এঁ ক ছা িনধনু তিলকায়। তামার িতপা রর সংগীত নিছ িদ বীণায়, স বীণায় নই স তার, তাই বা জ অ ত িনমায়। সুরপা রর সুর বা জ স বীণায় মধরু , স সু র িবধতৃ দিখ এই মায়াপরু । মায়ার এই সংসার তামা ত ক র িবহার, তামা তই পায় তাই তার িব নাদ বাহার।

তামার মধবু ন িন া জাগর ণ, িত ক ম িত জন ম িত মর ণ। িবপ দ স দ র ণ িব র ণ, স দর িনিধব ন, আন র িনধবু ন। খঁু জিছ তামার সুর, য সুরিট বাজাও মু রািল ত তামার মধরু । য সু রর অ রা হ য় বািজ যন মর ণ, স ারী হ য় িফির ত পাির, বা র বা র জীব ন।। Dated:-09.01.2021

188.সু র িচর ভা র সু র িচর ভা র, অিবন র ব তার দ াতনা, ভ লা কর িত মৃি কা কণায়, উজ ল তার চতনা। মর লা ক সীিমত তার সৗরভ, মানব চত ন, অধরা তার পণূ বভব। সু র, িতিন ম নাহর, আন িনভর, আন ময় িব নাদ বীণা তাঁর, আশীষ িনঝর। আ ধা ফাটা ফু ল নয় আ ধক সু র, িটত প তার একই সমাদর। য শাদা কা ল দা ল দবকী ন ন প মুকু ল যন প প ক র িব নাদন অজু নর র থ সারিথ িযিন সান , এ পও ভ দয় ভ র একই আন ।। মাতৃ া ড় িশ র ন, বাড়ায় দাঁ হর মায়ার ব ন। সই স ান া ড় মাতা যিদ ক রন গ গমন, একই তা ল দাঁ হ সাম আর ফাঁক, সুরিট মাহন।। কািট রঙ ধারী আ লা, বায়ু ভা ায় ঘুমিট তার, সাতিট মা র ঙ র ঙ ও ঠ এই জগৎ সংসার। সু রর কািট িবভা, মানব ম ন জা গ দিু ট মা তার, আন আর সত প, ঋিষ ম ন কা শ ঊষার। সু র, িদ য়ছ দিু ট চ ু , কম ন তামা র দিখ, ল চ ু হার মা ন, শম ক রা তব জ ািত। কািট সূ যর িবভা, মািটর চ ু ত দয় না কা ধরা, বািধ লা ক িক গ ড়ছ গ এক, যথা তিম গাচরা।

সু র দিখ ত পান িযিন িন জ সু র, সত ান তরিলত িযিন আ িনভর। সু র হ য় সু র কির ত আবাহন, ঋক ম জ নিছ তা র, আ ার জাগরণ। Dated:-10.01.2021 অিনবান িভ ু

189.. দ য়র দান দ য়র দান! কা র িদ ব- ক িদ ব তার স ান? ব ু মািন যিদ দাও তা র- ত াি ত হ ব বা র বা র। র া হ ব অ র তামার, ক রা িবচার, দা ন রা আ ছ এক আচার,- তামার দান যারা মা ন ব এক, যা ভাগ , ভাগ প ণ র দ র িকিন ত চায়, তারা িক দা নর যাগ ? তাই ক র দরাদির, দা ন র মূ ল প ত চায়, তামার অমূল দান মযাদা নািহ পায়। যিদ চাও মূল দা নর, ক রা দান, স দানী র। িযিন ক রন দান, না ভািব তার মূল মান, য মান অথমূ ল যায় না কনা- য দা ন পণূ হয়, অপণূ কা না দনা। য দনা আ ছ আমার, কির ীকার,- ঋণ ক রিছ, এ সিছ যিদন এ ঋ ণর মলায়, যাব না িফ র ঋণী থ ক, ঋ ণ অব হলায়। স দান মহৎ যিদ ঋণী ক রন দান, ান। না ভািব ঋণ পরূ ণর অিভমান। যিদ পাও কা না ঋণী, িযিন ক রন দান, দাও তা র দ য়র দান, িতিন িদ বন তার স Dated:-18.01.2021

190.কাটাকু িট দান! স তা জগ তর ধম দান পণূ হয়, যিদ স দান হণ ক রনা হীতা র ঋণী সব হয় স দান,- ঋণী যখন ক রন দান, শাধ হয় অনাদায়ী ঋণ ভার, ঋণী স ান, ক রন শাধ স ঋণ, আপন স া ন র কির পালন। শাধ হয় ঋণভার। মুকু ল প াবরণ প ড় ঝ র, কু সু ম ঋণী ক র। কু সু মর ম ধ জা গ স াবনা আবার- স ঋণ শাধ কিরবার। আজ িযিন ঋণী, কাল িতিন দানী, ঋণ আর দা নর মাহচ চ ল অিনবার- ঋণ আর দা নর কাটাকু িট- এ জগৎ সংসার।

191.িহ ু িহ !ু স তা িস ু তী রর সং িত, িব এভা বই জ ন ছ, িহ ু হ লা ওই সং িত ভার ত অথবা িব যারা ম ন ছ। এ সং িত নদী এক, ব য় গ ছ ভার তর িত া ম, যখা ন িগ য় ছ, িদ য় ছ িন য় ছ, াণ জু ড় ছ া ণ। ধু জ ু ীপ নয় এ সং িতর নদী ব য় গ ছ আ রা দূ র, যখা ন িগ য় ছ সখা ন ব জ ছ সই জািতরই সু র। িহ ু মা ন তা জািত যা দর আ ছ িবিচ সং িত, এ সং িতই জািতর ধম, এটাই জািতর কৃ িত। এ ধ ম ভগবান এক, ব দা িবিচ তার কাশ, একই ভগবান নানা অবতা র িন জ র ক রন িবকাশ। য পজূ াই ক রা চাই অি অথবা নারায়ণ িশলা, নানা পজূ ার ছ ল, অমৃ তর পজূ াই দ খিছ অ ঃসিললা। ঘ ট আ ছ ঘটাকাশ, শূন ব াম এর তীক, চা সৗর চ ল দিু ট িনয়মই, সা থ পিব উ র আর পবূ িদক। এ ধ মর আ ছ এক চতনা, ব দ পাই তার দ াতনা, িব র মানু ষ র অমৃ তর স ান ব ল জা ন, এমনই তার সাধনা। এ ধ ম কউ চায় মুি , কউ চায় ভি , সবার মা ঝ নািক নারায়ণ রা জ, এমনই তার যুি । এ ধ ম আ ছ ছিট দশন যারা ঈ র মা ন, আ ছ আ রা ব দশন, ঈ র নই ব ল জা ন। অি ক তার িবচা র য ধম, তা িহ ধু ম নয়, যত জািত ভদ থাক, এরা য িহ ু এব াপা র িনঃসংশয়। ঈ র মা না বা না মা না ক রনা কউ িবচার, িহ ু সদা িহ ু থা ক, না মান লও কান আচার। এ স ছ বৗ , ব ব, ত আ রা কত দশন, বদ এ জািত ফ লিন িকছ, সবটকু র ক র ছ হণ।

সব দশন আি ভত ক র বু ঝ ছ তার মম, ধু ম। িস ু র না ম স িবখ াত স জািত মা ন িহ Dated:-19.01.2021 অিনবাণ িভ ু

192.ধম িক আিফং ধম াহী উবাচ- ধম আিফং এক, সবনাশা নশা, মন ক র জরা , এক কম নাশা। ধম ধূ তর কম, কমহী নর বম। মানষু আকাশ কু সুম িচ ায় ম জ, মন থা কনা কা না সৃি শীল কা জ। ধম র ক রা িবসজন, ধ রা হাল, কা জ দাও মন। ধািমক উবাচ- ঈ রর ধারণা মানু ষরই িচ াকণা, মান বতর াণীর অিধত নয় এ ধারণা। ঈ র যিদ সত নাও হন, তার ধারণা াত হবার নই কান কারণ। ভাববাদী ধারণা যিদ াত হয়, সািহত হারা ব উৎকষ নই সংশয়। না যিদ কির সু রর সাধনা, িচ ার উৎকষ হ ব পথ হারা, দ ব বদনা। ধমই উৎস িশ চতনার, িশ হীন মানষু সভ তার ভার। মানব হ ত মান বত র যা ব িববতন গিত, িববতন াত হারা ব, উজা ন হ ব উদ া মিত। জড়বাদী মন জড় রর কির ব সাধন, খাদ ব আ য় মা সার, ন হ তা মানব জীবন। ধম াহী উবাচ-

ধম ক র ছ ব র পাত, বা র বা র সভ তা র ক র ছ িনপাত। পিৃ থবী জু ড় আ ছ ধমা র দল, ধমযু র না ম অসভ তা র ক র ছ স ল। আর ধম নয়, হাক ক মর জয়। ধািমক উবাচ- িমথ া চার, ধম ক রনা অকম, ধম দয় ঈ র ধারণা, স অমানিবকতার বম। অসাধু জ ন ধ মর না ম যু না ম, দ খিছ বা র বা র, ধ মর ািন দিখ তখনই যখন অত াচারী দবু ল আঘাত ক র। দহ যিদ জীবাণু দু , দ হ র িদই না িবসজন, িচিকৎসা কির, া র কির পনু ঃ অজন। ধিূ ল মু িশ র করা য় ান, ান জল আর িশ কির না সম মান। এজগ ত ািনর কারণ িনিহত অসু ম ন, ধমই িদ ত পা র ম সহানভু িত স অসু জ ন। ধম াহী উবাচ- ধািমক মা ন উ নীচ, বণ ভদ, মানু ষ মানু ষ ক র অ ত ভদ শাসক শাষ কর প ধ র, দবু ল অনাহা র ম র। অথনীিত হ ব মানু ষর মূল দশন, যিদ অিন ত পাির সবহারার শাসন। ধািমক উবাচ- সবহারা তারা, যারা নীিতহারা, দবু লর আ য় নীিত, স হয় না পথ হারা।

দবু লর আ ছ বল, নয় সবহারা তারা, তা দর না ম শাসন চালায়, না মই সাম বাদী যারা। সক লর জন চাই বাঁিচবার িনি ত আ য়, খাদ ব িশ ার িনভর িনভয়। ধম র আসামী সাজায় সমা জ দু আ ছ যারা, অধম র কির ত াপন, াথ তী তারা। যিদ নাও থা কন ঈ র ব ল কহ, িচ া নাই মানবতার, মানষু আ ছ, মানু ষর দরবা র হ ব িনি ত তা দর িবচার। Dated-20.01.202

193.পথ চলা ক ব হ য়িছ বািহর, চ লিছ অজানা পথ ধ র, জািননা আ রা কত আ ছ স পথ, য ত হ ব পার ক র। পথ িম শ ছ আর এক প থ, প থ যা িম ল ছ িছিন য় িন য় ছ স পথ গিছ অন প থ, শূন হা ত। প থর াি প থই িম ট ছ, অন প থর ডাক তখনই এ স ছ কত ভাত আর গাধিূ লর িৃ ত, হাির য় ছ অতী তর সব কৃ িত। তবু পথ হয়িন এখ না শষ, পাওনা আ ছ বিু ঝ অ শষ। তাই ছ ট চিল জািননা কান বতারকার পা ন, পণূ হ য়, ির হ য়, িক সর কান টা ন। য ত য ত পথা র চ য়িছ িপ ছ িফ র, ক ব হ য়িছ বািহর, চ লিছ অজানা পথ ধ র। আকা শ দ খিছ দূ র কত আ লাক তারার াম, জািননা কমন তারা, িক বা তা দর নাম। ওই তারা দর দ শ িক কখ না পথ হ য়িছ পার, িছল িক ওই তারা দর া ম আমার সংসার। অথবা এ পথ শ ষ য ত িক হ ব ওই প থ, য পথ িগ য় িম শ ছ ওই তারা দর সা থ। কতারা ও ঠ পবু গগ ন, স পথ িম শ ছ স ার স ন। একই তারা দইু নাম ধ র, দইু িদগ দইু পথ পার ক র। সবাই চ ল ছ িনজ িনজ প থ, প থর িঠকানা নাই দিখ সা থ।

ধু পথ চলা, কা লর পথ ধ র কালা র, ক ব হ য়িছ বািহর, চ লিছ অজানা পথ ধ র। নিছ আ ছ গাপন স পথ, য প থ চ ল আ লার স রথ। কা লর র প থ আ লামাখা প থ, পার হ য় যাব, র ব না কউ সা থ। প থর শ ষ নতু ন স িব হব পার, িব িব মহািমল নর লব অ ীকার। যিদ কা না িদন পথ শষ হয়, কা না প থর বাঁ ক, দিখ ত পাই পথ শ ষর স প- জািনব কন স পিথ ক র ডা ক, পথ যিদ ব ল, আিম সারা প থ িছনু তব সা থ- বিলব আিম ল তিম, িছ ল অল ল হ য়, তিমই ড ক ছা, সাথী িছ ল িদ ন রা ত। বিলব তা র া আিম য ত চাই মার ঘ র, ক ব হ য়িছ বািহর, চ লিছ অজানা পথ ধ র। Dated:-21.01.2021 অিনবাণ িভ ু

194.না সূযটা গরমকা ল গর মর দ শ, কতই না উ ল! শীতকা ল দখ সূযটা ান, অনু ল। িক খবু কম লা ক জা ন সূ যর দরু র মজার গ টা, আমা দর শীতকা ল সূয আ স পিৃ থবীর কা ছ, তবু অনু ল। দঃু খর িদ ন ঈ র দূ র থাক লও তা ক বশী ক র পাই, সু খর িদ ন িতিন কা ছ এ লও তা ক তার মিহমায় দখ ত পাই না। সূযটা পিৃ থবীর বড় কা ছ, উদয় আর অ কাল ছাড়া তাকানই যায় না, তারারা সূ যর চ য় বড়, দূ র আ ছ তাই, সৗ য অপিরসীম। য কান দরু মা প যত হয় দরূ , তত স নািক মধরু , যখন ি য়জন দর থ ক দরু র মা প দূ র থািক, তখন কাঁিদ। িক কা ছ থ কও যখন যাজন দরূ আিছ ম ন হয়, তখনও কাঁিদ। এই দইু কা া িক এক? বাধ হয় বল বন - \"না'

195.সমা লাচনার অিধকার সমা লাচক কত দ খিছ জীব ন, সমা লাচনা ক র, িন জ ু , তবু িবশাল মনীষার ট খঁু জ খঁু জ ম র। সব সমা লাচ কর ত বিু ঝ একটাই, িব রাধী যা র মা ন, দখা ব তারা তার ধু খঁতু টাই। অ ত াণীও ক র বহৃ তর িটর আ লাচনা, প ত ঠাঁই বহৃ ৎ জনম ন প ত িব শষ মাননা। মহামানু ষর িচ াছ আ ছ িব শষ একটা, তা দর সমা লাচনা পড়ার আ গ প ড় িনও আমার এ কিবতাটা। গাধিূ ল র কউ যিদ ব ল িদ নর এক িট, স সমা লাচ ক র িন ত বিল আিম ছিট। অকা ল বশাখী ঝ ড় িদবাসুয যিদ সহসা হারায় তার ভা, িট ধরা হ ব সূ যর, এত যিদ বড়, কন হারা ব তার িবভা। মহামানষু রাও মানষু , নন আকা শর দবতা, পির ম আর সাধনা দয় তা দর অিমত িচ ার- মতা। আমরা যখন ঘুিম য় আিছ জািননা ক সই রাি জা গ, সাধন যখন শষ হ ব, িব হ ব স আদতৃ পরম সাহা গ। মানষু এক ভা র য িন জ র িন জই গ ড়, া নর আ লা ত সমৃ হ য় িন জই িন জর ভাগ প ড়। মানষু জগ ত িবিচ এক াণী, অিধত অিমত অমূল িচ ার খিন। িচ ারও আ ছ এক গিত, ছ ব আ ছ যার গিত। িচ াতর ছ না চ আন , স ািট িন য় ক তার,

িচ াস ািট সাধনল , তবওু মা ন ওঠা নামার বাহার। আমার িচ া যিদ ু গা দ-জল-ঊিম, মহামানু ষর িচ াকণা ধায় সাগর সুনািমর অিত উ ভিম। তবু সাধারণ সূ ম ন চ ল তারা এ ধরার, ওঠা আর নামা দু টাই আ ছ, নই ব ত য় তার। উধমুখী িচ া যখন ছঁ য় ফ ল দবতার ার, দবতা স ঔ ত ু হন, িফরান িন গিত তার। মহামানু ষর িচ ার দালন তার িন গিত র ক র বহন, নর কর দয়ু া র হানা িদ য় নরকাি র ক র স সহন। এমিন ক র চ ল িচ ার মহাক ন গিত, গ, মত , নর ক গমন যখন যমন মিত। এই ক ন যন সাগর ম ন, যাগায় সৃি ক ম মিত, চতনায় চত ন জাগা ত পা র এ ক ন িবভিত। এ ম ন ও ঠ বাসুিক িবষ, মহামানষু নীলক হন, নীলক র ম ল অমৃত স ম ন, তবু িতিন অমৃতক নন। অমৃ তর পু র িক হ ব অমৃ ত, িন জ অমৃত প িযিন, তবু অজানা আ ছ স কারণ, কন নীলক হন িতিন। সমা লাচক প ড়ন ধ , নীলক র স িবষিন ন র, মহামানব অমৃতক নন, তবু কন অমৃত বাণী িনঃ র। একই ক বা জ বদনা আন র সুর, গ,মত ,নর কর ি তার বীণায় বা জ িবিচ সুর। মহামানষু যারা িচ াসূ াধীন জািন তারা মূল তা র পা র না িদ ত অধীনতার কারা িচর মু িচ ানায়ক মহামানষু যারা তা দর জন নয় যাজ পরু া না সমা লাচনার ধারা িচ াজগ ত যারা গ ড় ছন নতু ন এক জগৎ তা দর সমা লাচনার জন চাই মি এক বহৃ ৎ চাই যাগ তা কিরবার

কির ত পা রন িতিনই আ ছ যার অিধকার। যাগ তার সাধ ন চাই অজন িব শষ এক ান, নরক আর গ একই মু ার দইু িপঠ, এটাই িব ান। Dated:-21.01.2021 অিনবাণ িভ ু

196.মািননী চিকত চল ন চাঁ দর দালন, মাতলা নদীজ ল নািচ ছ শাভন। িদগ কা লাছায়া ছায় যন মায়া, আকা শ চ লখা ছাঁ দ জলদ কায়া। দাঁ ড়র টা ন নদী যন কাঁ দ, ত ণী তরণী লা জ যন বাঁ ধ। দ খ ছা িক এ প নদী দীপাবিল, ক রছ িক কখ না িনশীথ জল কিল। কা লা নদীজ ল ঊিমনাচন, অবশ মন লা ক াি মাচন। তরণী ত যায় িক ত ণী বধ,ূ মান ক র বাঁ ধ দ য়র মধ।ু সজল চ তার অ দালন, ক ণ আন ন বিহ ছ শাভন। িনশী থ নীরব কা লা নদীজল, ত ণীর মা ন িক হাল চ ল। অ দু ফাঁটা যিদ নদীজ ল প ড়, ত ণীর মান কা লা ছায়া হ য় ন ড়। মান পায় মান যিদ সখা ম ধান, তারই ব খাঁ জ সুখ অপিরণাম। তাই নদী কী হারা ব মহানদী বু ক, মান ত াগ কির পরা ণর সু খ। ও গা তরণী তািপনী তাপ তরি নী দাঁড় ব য় িবধনা সিরৎ তিটনী। দাঁ হ মান ক র হ য় ছ মািননী, নদী আর বধূ একই ম কাঙািলনী। কা লা মঘ ভ ঙ চাঁদ িফক ক র হা স, মািননী চল গৃ হ িফ র, যও না বা স।

197.িন য় যাও বাঁিশখািন ভরব এক সৗরসীমা শ ষ বিস, ািল ছন তার ধিু ন, আকা শ দিখ ধু পু তার, ম ক আ লামিণ। দখা িদ য় ব ল আিম যাই, আবার অন হারাই, আহা পবতী অন মিত, কন এ স ব লা যাই যাই। কিহনু তা র এ সছ সু রী অন পথ িদ য় পািড়, আ ছ মর অ নক কথা, িদওনা আমা র আিড়। গ ছ চ ল, জািননা িফির ব িক আবার ধু বতী স জ, ভরা ব িক আমার আকাশ আর কা নািদন, ধু পু ত জ। এমিন ক র বধঁ ু আমার এ স ছ কত প, ণ- িফ র ছ শূন ক র ঘর, নই দিখ স ু খ। ক হিছ তা র, এ সছ যখন ধািন কন তিম িফ র যাও বিল যিদ তরণী িভড়াও, তিম স তরণী ভাসাও। িক ক র হািট স প থ, পথ িন জ যিদ নয় শপথ, কানাগিল হ য় শষ হ ব স য, থ ম যা ব মার রথ। পাখী পা র িক উিড় ত স আকা শ, ণ ভা দয় িবভা, ণ-তািড়ত িবহ , আহত অ , তা র মুগধ ক রনা িবভা। নদী যিদ ধায় মান ক র জায়ার মুগধ গিত ত, ভাটায় ভা ঙ স মান তার, উজা ন হয় তা র িফির ত। িদবা লাক যিদ বশাখী ম ঘ ঢা ক, িদব আনন তার, স মান তার দ খিছ ভ ঙ ছ, িফ র ছ জলদ মু বাহার। িৃ ত হ য় আ ছা, িব িৃ ত মা ঝ লুকা ব িক তব লাজ, তামার স লাজ রািখব যত ন লুকা য় মম মন মাঝ। তবু যিদ যা ব ও গা ধিন, িন য় যাও বাঁিশখািন, বাঁিশ সা থ রব বাঁধা আিম, জািন ব না তিম রাণী।। Dated:-23.02.2021 অিনবাণ িভ ু

198..আ লা ও গা আ লা যিদ সবগামী তিম, দয় হায় আঁধার দিখ আিম। তামার আ লায় ভ র ছ আকাশ, গাই ছ পািখ, ব হ বাতাস। তামার ম জগৎ মাতাল, দিখনা ভ লা ক কা না আকাল। কা লর সূ হম বনু ন িথত মহাকাল, তামা তই পায় শরণ তার লয় তাল। তব,ু এমন িদ ন অ কন, অকা ল অকাল বরষা যন। গগন কন আ ন ঝরায়, পথ দিখ মরীিচকা িপ ছ ধায়। চ ু ান চ ু মু দ ক র অ র ভান, অ জন জা ননা আ লার িকবা মান। আ ছ যার িকছ িনিধ, স ডা কনা কখ না িবিধ। স িনিধ যাই হাক, ড ক আ ন সব শাক। ানী িযিন া নর ক রন সাধনা, ক রন না ানপা রর আরাধনা। মানী িযিন িতিন মা নর দাস, মান ধন ক র সংসা রই আবাস। ধনী ধ নর অ থ জগৎ িবকান, ধন দাস হ য় ধ নর িপছ ন ধান। ধন তা র দয় সু খর আ াস সু খ িবপ িচ তার, দ খ আ ার সবনাশ।

অ জন ক আ লার িপয়াসী, ানীজন া নরই আ লায় যান ভািস। ধনী জন ধ নই আ লা পান, মানী জন মা ন তই আ লা দখান। অ ানীর আ লা তা তার সং ার, কু সং ার অি নখা ল তার। সক লই চায় \"দাও আ লা,\" এ কর যা আ লা, অ ন মা নন তা র কা লা। এ কর আ লা যিদ তা র দয় াস। অ ন স আ লায় ফ ল দীঘ াস। এ সাধনায় দিখ আ লার কত প, এ আ লা িল ল চর ণ তামার, যন িবিবধ গ ধপু । আ রা কত জ ন কত ভা ব কত আ লার ক রন সাধন, এই আ লা িল দখায় না িকবা জগ তর কারণ।। দ খিছ সন াসী এক, িযিন ত াগ ক র ছন সব আভরণ, কাষায় ব খািন ক র যার ল া িনবারণ। িতিন ধন হীন, মান হীন প থর সাধক, ধন মান মু আ িনভর অ শাক। বৃ ত ল পা তন তার আসন, রা ল ধিু ন তার, ক রন িনশার আরাধন। দ খিছ স সন াসী র গভীর ব ন, শাদলূ িন মা ঝ ক রন সাধন, অিত িনিব ম ন। যখন আঁধার হ য় ছ ভারী, মি রর পজূ ারী িফ র ছন পজূ া শষ কির। পজূ ার ঘ া িন হ য় ছ নীরব, থ ম ছ জগ তর সব ক লারব। এ নীরবতার আ ছ এক ভাষা, ক র আ ম , স উদ াি নাশা।

আকাশ গ া বিহ ছ আ লাক ধারায়, কািট তারকার আ লাক িবভায়। িকছ প র আিস ব স মা হ ণ, শৃগা লর িন কির ব ঘাষণা স ভ ণ। বন মা ঝ এ ভীষণ শা ন, িল ছ িচতা িল জীব নর অবসা ন। িনশাপ ী ক র ককশ িচৎকার, আ লার িব তী প কা লার অিধকার। ক র িতি ত এক মহা স ত র, িনশারও আ ছ এক আ লা প, স আ লার অিধকার তার ভ র। এমন ভ িদ ন তা র িদ ত হ ব সব, না যন থা ক িকছ মা ধন, অথবা বভব। সব িন বদ নর এই শব সাধনা, শবই যথাথ তীক তার, নাই যথা জীব নর কণা। নাই আশা, নাই কামনা অথবা বভব বাসনা, শূন আধার এক, যন মুত স াবনা। শবই তীক এক, যখা ন থ ম ছ জীবন। স যন িচর িনভ ক, িনঃশ , গ ীর আ মু ভবন, স যন বরাগী এক, জীব নর আ বদন ক র ছ ত াগ। স যন ভীষণ ভরব, প য় ছ সাধ নর অিধকার, সবত াগ মহান অ স সাধনার। িনজ আধার শূন কির ত পা রন িযিন, ভির িদ বন তা র তাহা, আঁধা রর পা র আ ছন ব স িতিন। কন সন াসী, ওই আঁধার মী, আঁধা রই নািক ফা টন ভা লা, জগ তর ামী। ান, ধন, মান য আ লার ক র স ান,

সন াসী কন স আ লা নািক আঁধা রই দান। যিদ চাও আ লা, ক রা আঁধা রর সাধনা, আঁধার যখন গভীর হ ব, পা ব আ লার িঠকানা। Dated:-15.01.2021 অিনবাণ িভ ু

199.ও গা আন র ধন ও গা আন র ধন, তিম আন সাগ র মীন- আ ছা আন র পণূ িবভায়, আপনার মা ঝ িব ান লীন। চতনার পণূ িবকাশ বাঁ ধ না সীমার বাঁধ ন, চত ন র সাধনায় বিল দ য জীবন- তা পিব অন প। চতনা হাক অন িনভর। দ হ ম ন া ণ নামুক আন ধারা, িদব ান পণূ হও, তামার সবস ায়। যিদ থা ক কান অ কার কর িবনাশ তার, ভা বর অমৃতসাগ র হাক চতনার উদয়, ঊষাকা ল জা ত এষণা। অন সু যর র থ ক রা আ রাহণ িদব স ার আ লা ক ক রা আ লািকত চতনা তামার, ছ ট চল স ত র িদগ প থ, স ত র এষণা হাক অিভসার তামার সত প থ। সত িতিন, িযিন াশত অ ঘািষত অিনবাণ, সত তিম, ি িত তামার স চতনায় যা মুত িনবাণ। সু রর কামনা উঠক জ গ অ র তামার। দীপ মান অ জয় সত াি ক রা ধারণ অ র তামার, হও জয়ী, অ চতনার গভীর ক র বাসনার সূ সব, হাক িনমূল, হও িনঃশ , সংশয়হীন আ লাকধারক। ক রা বহন অমৃ তর অ হৃ া, চ লা অমৃ তর প থ। য প থ সাথী হাক ম, সত আর সু র। প থর শ ষ ও গা পিথক দখ চ ু মিল যার খাঁ জ হ য় ছ পথ পার, প থর শ ষ দাঁড়া য় আ ছন িতিন দবু া মিল।

কিহ ছন- য কিঠন পথ ি য় ক রছ পার- পথ হ য় পু রা প থ িছলাম সা থ তামার। তামার পথ ম ক রিছ বহন, তামার পথ কংকর ক রিছ সহন। ভাগ ক র িন য়িছ তামার আশা িনরাশার ি ধা স প থ। ব ু আমার, যা র জ নছ সংশয়, অবসাদ, িনরাশা- য অ া নর ীণ দিৃ তামা র িদ য় ছ হতাশা ধ।ু ওই প আিম ক রিছ অিভনয় তামা সা থ- তামা র আপন ক র প ত সংক ট। পথ যত দীঘ, পথ ম যত িনমম, িন র, ব ু আমার িমল নর আন হ য় ছ তত িনিবড়, মধরু ।

200.জীবনপু রর পিথক জীবনপু রর পিথক আিম, ম। ম নর মানষু পাই ন িচিন। কারণ খঁজু ত িগ য় দিখ, মন তা আমার আয়না এিক! আয়না ত ও ঠ বাই রর ছিব, বাই র ত দিখ মরীিচকা সিব। সার ব ল যা আজ ধির, কাল, অসার বু ঝ তা ত াগ কির। আয়নাটা যিদ িভত র ঘুরাই, িভত রর ছিবিট দিখ ত চাই। অবাক হ য় তািক য় দিখ, িদ ক এক আসন এিক! আস ন ব স সখািট আমার, যার খাঁ জ ছ টিছ কতবার। বািহ র তা র পাইিন ব ল, ভ বিছন,ু পাব তা র ম ল। মরার আ গ চাইিন মির ত, সখার ছিব িছল স িৃ ত ত। ও গা সখা, ব ু আমার, ন ম ছ আমার মাহ ভার। িচ নিছ তামা র ব িদন পর, হারা য়ও তামা র ক রিছ িনভর। ব ু আমার ও গা ি য়তম, তামা র প ত ছিট বািহ র, ম আমা র Dated:- 17.01.2021

201.শূ ন র কু িশ লব Dated:-06.01.2021 আকাশ কন ডাকল আমায় নতু ন ক র, স তা িছল বাঁধা ম ঘর ঘ র। য আকা শ খল তা আ লা, ক ন তার রঙিট ফু টা লা য র ঙ র ঙ ভরল ভবন, গল না বাদ আমার ভবন। আকা শর মাঠ খালা তপা র, পাখীরা হ তা পার কত া র। িছল বায়ুর মু খলাঘর, বৗশাখী ঝ ড় দ খিছ তার কি ত অ র। এমন আকাশ ডাক লা যখন নতু ন ক র, খলু ল চাখ কইল কথা নতু ন র। অলকার দীপ আ লার দী প সা জ, চ ল ছ ছ ট আ লাক মালায় স জ। অজানা প থ অজানা কার ণ ভ স মহাশূ ন , হাির য় খাঁ জ পথ তারকার ণ । জ নিছ শূন প থর পিথক সবাই, চ লিছ একসা থ ধু িঠকানািট জানা নাই। মহাকা শ আ ছ কািট মহাপথ, ল য ত হ ব িন য় ছ স ব শপথ। পথ যিদ থা ক, থা ক তার শষ, এ ধরায় ব স িশ খিছ অংক িব শষ। তবু আ ছ শ া, এ পথ বিু ঝ িঠকানা হীন, ধরার অংক বিু ঝ হয় মূল হীন। শূন থ ক উৎসািরত অংকধারা, শূ ন দ খিছ িম ল যায় তারা। অ িল হারায় মান যিদ না পায় শূন ,

অ হা ত চ লিছ ছ ট, বিু ঝ শূন খাঁজার জন । শূ ন র খাঁ জ চ ল ছ য অ , শূ ন হারা ব হ য় ছ আতংক। সকল অংক হারায় যিদ শূ ন , ান হয় তার মহা চত ন । যখা ন হাির য় সক ল িন জ র পায়, মুি প থর যা ািট বিু ঝ শষ হয়। িন জ র হাির য় িন জ র খঁু জ পাওয়ার খলা, এ খলার তিম আিম কু শীলব, এস হাত ধির এ বলা।। Dated:-24.02.2021

202. মপ িট র খ যাই যখন তিম গ ল চ ল, িদ য় গ ল গা ব াথা, আ রা ব াথা পাই গা, যিদ না ব ল যাও কথা। গ ল যখন পড় লা ঝ র মালতীর ওই লতা, যুিথ বিল পড় লা ঝ র কু অবনতা। ভা রর আকাশ ছ য় িছল কা লা ম ঘর দ ল, ঝর ঝর বিৃ মুখর িদনটা র কাঁদা ল। যও না ব ল ড ক িছল মঘ, শা না নাই স কথা, ঝ ড়র স রাত জািন য়িছল, তার দঃু খর বারতা। গ ল যখন পা য় পা য় তামার নপু রু বা জ নাই, রা তর দীপ িনিভ য় গ ল উজা ন গ ল রাই। তরীিট তামার ভ স গল কান যমুনার পার, গাইব আিম বাঁিশ হ য় বলব আিছ সা থ তামার। যমুনার জল বড় চ ল যন আঁিখপ তামার, আ রা চ ল অ ল খািন উতলা ম নর বাহার। পার হ য়ানা গা মর যমুনা, রাই হয় নাই পার, এস বৃ াব ন আ ছ কু , আর ম আ ছ অপার। Dated:-25.02.2021

203.পাঠাও তামার স তরী গান এ ু সা া ন িকছ না ধ র িবিধ, পাঠাও তামার স তরী। কত িক প য়িছ িনিধ, রািখ কাথা ব লা ও গা িবিধ- পাঠাও তামার স তরী। প য়িছ ধন মান, ভ র ছ মন াণ। হ য়িছ হীনমান, ক রিছ অিভমান। যিদ তিম কর দয়া, দাও ম তব ছায়া। িন য় য ত দাও- ল গ ছ ভা লা তা দ য় ভির, পাঠাও তামার স তরী। এ ু সা া ন িকছ না ধ র িবিধ, পাঠাও তামার স তরী। তামারই এ ভব ন, ঊষা িনশা দইু স ন। খ লিছ কত খলা, দ খিছ কত মলা। যিদ য ত হয় ভ, িন ত দাও িকছ মধ।ু ু এ ভলায় লই িকছটা ভির,

পাঠাও তামার স তরী। খ লিছ তামা স ন, কত জীব ন মর ণ। ভ লিছ তামা র আিম, খলনা র ধন জ ন। তব ভব ন যাব বধ,ূ খিল ত চাই ধ।ু হব পার পথটকু - এ ভব ন র সাথী কির, পাঠাও তামার স তরী। এ ু সা া ন িকছ না ধ র িবিধ পাঠাও তামার স তরী। Dated:-26.02.2021 অিনবাণ িভ ু

204.বািজ গা মধরু গান রাগ- ভরবী তাল-ঝাপতাল লহ গা ণাম ভ তব রাতল চর ণ, স পিছ মন াণ তব চরণ বর ণ। জগ তর ামী তিম জ নিছ সাধ ন আিম, কম ধম মার যায় তব পা ন জািন। কত প আমা র, আ ছা িঘির ও গা িবিধ, ভলা ত িদ য় ছা মা র কত িকছ িনিধ। তাই তা আিছ ভ ল তামাির এ ভব ন- লহ ণাম মম ভ তব রাতল চর ণ, স পিছ মন াণ তব চরণ বর ণ। বিহ বিহ জগ যাতনা সিহ দিহ সব কামনা, িন জ র প য়িছ খঁু জ িনশা শ ষ চতনা। এ চতনা সাগ র ধিন, প য়িছ রতন মিণ, স মিণর আ লা ক ত রিছ মর ণ। লহ গা ণাম ভ তব রাতল চর ণ, স পিছ মন াণ তব চরণ বর ণ। তরী ত চ লিছ ভ তারণ কারণ তিম, তরী হ য় বিহছ মা র জািন ভ জািন। আমার লািগয়া তিম আছ জািগ জািন ামী, তামা র জাগা য় আিম হর ষ িদন গিন। ঊষা কা ল গাও গান ধ রা মাহন তান, স তা নর রাগ হ য় রািখব তামারই মান।

তাই বিল দাও সুর যন বািজ গা মধরু , মধমু য় ক রা ামী মর ণ চত ন। লহ গা ণাম ভ তব রাতল চর ণ, স পিছ মন াণ তব চরণ বর ণ।

205.হ ব জয় িন য় গান তাল-দাদরা সংশ য় র ক রা জয়, হও তিম িনভয়, িন জ র ক রা িনভর, হ ব জয় িন য়। িন জ র যিদ না তা রা, িন জ র যিদ মা রা, িদ নর আ লায় চ ু মুিদ, িনশা র বরণ ক রা। িনশার নশায় হ য় মিলন, আঁধা রই যারা থা ক লীন, তা দর, আ লার পর শ যায় না আঁধার, বা জনা আ বীণ। ও ঠা ও ঠা দিখ উ ঠ দাঁড়াও, িনশার আঁধার পির য় যাও, উিদ ব ঊষা আিস ব ভাত, সা াৎ হ ব আ লার সাথ। জীব ন হির ল চতনার আ লা, দিখ ব সক ল ভা লা, জীবন পা ব নতু ন পথ, হ ব হ ব স ত র পিরচয়। সংশ য় র ক রা জয়, হও তিম িনভয়, িন জ র ক রা িনভর, হ ব জয় িন য়। শাি াি আলাদা নয়, দঃু খ সু খ দখ আ ছ জয়, ব ু শ কহ পর নয়, সক ল ব ধির ত হয়। খঁু জ দখ দ য় আ ছ হ, দাও ম ফ র না যন কহ, কৃ িষ ক রা দয়া মায়া, হও মহী হ দহ ছায়া। দ খানা না িফ র ওই যারা, মানু ষ িফরায় অসুর তারা, দবতা হ য় তা রা তা দর, বাঁ ধ না যন কারা। ও ঠা ও ঠা ও ঠা ও গা মহান, জাগাও তামার অমল াণ, হাত ধির সক ল নাও ত ল কা ল, হও মুত অভয়। সংশ য় র ক রা জয়, হও তিম িনভয়, িন জ র ক রা িনভর, হ ব জয় িন য়।

206..তিম তামার সিৃ র মত মহৎ নও। dixitque Deus fiat lux et facta est lux And said God, let there be light And there was light তিম চাই ল আ লা লুক, লল আ লা। তিম চাই ল তামার মত দখ ত হাক মানষু , মানষু তামা সদশৃ হল। তিম চাই ল যিদ জ ল আ লা, িনিষ ফলিট ক সৃি করল? স িক তিম? আদ মর ম ন ফলিট হ ণর কামনা কার সৃি ? শয়তা নর ছ ব শ স িক তিম? তিম? তামার ই ায় যিদ জ ল আ লা, শয়তান তামারই ই া সূত, স িক তামার শয়তািন ই া? তিম সূয, আর তাই যী তামার আ লা, তামার দি ণ পা যী র মানাল ভা লা বাম পা িট র খছ খািল - কন, আর কা ক ু শ িব করার ই া তামার? ভগবান, নহ নহ মহান তিম, তামার চ য় ই া তামার দামী। দয়া, স তা ু শর য না, মায়া, মরীিচকা দয় ব থ ম ণা। ই ায় গ ড়ছ যিদ এ জগতটা র, কন খঁু ত ভ র যাতনা দাও তা র। আ ব না পা থয় যার, আ হনন জীব নর ল িট তার।

পরা ণ যিদ বাজাও বাঁিশ। হা ত কন ধ রছ অমন অিস, মমূিত ধ র ক রছ ব না। য ণা সাগ র মুত অন মনা। সৃি তামার, তামার মা ঝ দ খ ধইু ভা লা, ভগবান হ য় তা র িদ য় ছা তামার আ ছ যত কা লা সৃি যিদ ই া তামার হয়, ভাল ম র মা ঝ তামার ই ািটই জ গ রয় তামার সৃি র ম ন তিম ভগবান হ য় রও তবু ব ল যাই, তিম তামার সৃি র মত মহৎ নও। Dated:-28.01.2021 অিনবাণ িভ ু

207.জাগাও চতনা িন মাহ, হ দদু ম, হ দঃু সহ, সাধ ন শাস ন আপনার স ন জাগাও চতনা িন মাহ, হ অিন ণয়, হ অপির ময়। যাতনা সহ ন আপনার স ন প ল িক বদনা দবু হ, হ দদু ম, হ দঃু সহ। হ পিরণামকারী তব ই া মূিত ধ র ছ যন িব ািহনী নারী, তামার প থ প থ িনর হা ট বি ত কাঁ দ কন তা বিু ঝ ত নারী। আ লা আঁধাির প থ কান স শপ থ পথহারা প থ ধায়, কন সব নই যার, দিখয়া আঁধার, যাতনার তরী বায়। তাই প থ ধাই, জািন ত চাই, কন িদ য় ছা এ মাহ- হ দদু ম, হ দঃু সহ, সাধ ন শাস ন আপনার স ন জাগাও চতনা িন মাহ, হ অিন ণয়, হ অপির ময়। যাতনা সহ ন আপনার স ন প ল িক বদনা দবু হ, হ দদু ম হ দঃু সহ। শাি শম ন িচ নিছ সমা ন, দঃু খ িমতা র দ য়র ধ া ন, সু বাসনা উ কামনা, িমলাই তা দর মরীিচকা স ন। উ চতনা মা গ মাজনা, স ত র দখা ব িমথ া সহ, সংশয় ত ব হ ব দরূ , িমথ া যা, তা তিম নহ। হ দদু ম, হ দঃু সহ, সাধ ন শাস ন আপনার স ন জাগাও চতনা িন মাহ, হ অিন ণয়, হ অপির ময়। যাতনা সহ ন আপনার স ন প ল িক বদনা দবু হ, হ দদু ম হ দঃু সহ।

ওই দখ বশাখী মঘ ঢ ক ছ আকাশ নীলা র িণকা ণ ভা ণ গজ ন বর ষ িনর র এমিন ক র িণক বদনা আ ন অিমত যাতনা িণক অন হ য় ভাগায় িচ চতনা \" যনাহং নামৃতা\" হাক অপ তৃ া , অসংবতৃ া হাক মাহ হ দদু ম, হ দঃু সহ, সাধ ন শাস ন আপনার স ন জাগাও চতনা িন মাহ। হ অিন ণয়, হ অপির ময়। যাতনা সহ ন আপনার স ন প ল িক বদনা দবু হ, হ দদু ম হ দঃু সহ। Dated:-29.01.2021 অিনবাণ িভ ু

208.পূণতাই রয় শূন গাগির িন য়, িছলাম ব স নদী তী র, তখন হ য় ছ ভাত, িনশা গ ছ কবল দূ র। ভাব তিছলাম ব স ব স, আিছ যন ব স পরবা স, িদ নর আ লা শূন ক র, তা র ির ক র িনশা আ স। িনঃ হয় আ লার ঘট, আঁধা র হারায় সব িদশা, হাির য় আবার িফ র প ত, ঊষা ক র ছ ব ড়া আশা। আ লার ঘট পণূ কির ত ভা ত আ স উষারানী, গাগির ভর ণ আ স স কল াণী, গ ল কু ি তা যািমনী। পণূ কির আ লার স ঘট, ভাত ছা ট িদন বর ণ, িনশা র আবার বির ত হ ব, থা ক না তা তার র ণ। যা িনঃ হয় তা তা িচর পণূ নয়, িনঃ তা িক অিভশাপ, র য় ছ সংশয়। এমন সময় দিখ আিম, তরী ব য় যায় সই ধািন, জীবন তরীর নািবক, তা র যন কতকাল ধ র িচিন। বিলনু তা র, অপণূ আর পণূ দিখ একসা থ রয়, আজ ভা ত ও গা কা ারী এ িমিট য় িদ য় যাও। জীবন তরী বাও হ মািঝ, বিল িণক থা মা, িনঃ গাগির ভির ব কম ন, তিম িক তা জা না? পা হ য় ছ িনঃ , যত বার তা ভ রিছ যত ন, তাই িনঃ পা পরূ ণ, এ সিছ গাগির ভর ণ। পণূ কলসী িনঃ ক রিছ, ও গা কা ারী, ক ণা ক র চাও, গাগির ভর ণ এ সিছ, এ পা পণূ ক র দাও। যখিন দ খিছ ির কলসী, ছ টিছ তা র ভির ত, ভ র নাই স পা , অপণূ তা র হ য় ছ মা র সিহ ত।

পণূ তা কা র কয়, জানা হয় নাই, আ ছ তাই ভয়, পণূ কির দখাও এ কলস, পণূ তা কা র কয়। ভািব ব স অকার ণ, গ ড়ছ য জগৎ আপনার ম ন, পা খািন তামার িনঃ হয়, িক ভা ব, বিু ঝনা িক কার ণ। জািননা পণূ তা িক, তবু ম ন জা গ এক এষণা, পণূ কির ত হ ব এ পা , হ য় ছ এমন বাসনা। কিহল নািবক, ব য় য ত য ত তাঁর মাহন তরণী, আিম মািঝ এ তরীর, আমার তরী আ ছ সদা পণূ জািন। জীবন নদী ত সদা জায়ার ভাটা, তবু পণূ এ নদী, জায়ার ভাটায় কা রানা মান, নদী তী র ক রা গা আবািদ। কৃ িষ তামার পু হ ব, পা ব জীবন ধারা, জীব ন যিদ ক রা কৃ িষ, ফসল র ব না অধরা য কলস আিম পণূ ক রিছ কন মা না তা র অপণূ , ছ টছ কন গাগির ভর ণ, পণূ তা র কির ত চণ। আিম যা পণূ কির কভ নািহ হয় স পূ ণর য়, পণূ থ ক পণূ য়, জ না পণূ তাই রয়। ওঁ পণূ মদঃ পণূ িমদং পণূ াৎ পণূ মুদচ ত।    পণূ স পণূ মাদায় পণূ মবাবিশষ ত       ওঁ শাি ঃ , ওঁ শাি ঃ , ওঁ শাি ঃ।। (ঈ শাপিনষদ, শাি পাঠ) Dated:-29.01.2021 অিনবাণ িভ ু ( াপিনষদ)

209. ঋিষ ছয় জন ক র ছন ব ান আহরণ, অপণূ তারা, আ ছ বািক ান আরাধন। সৃি র কারণ প িযিন, তা র হয়িন কা জানা স া নর ত র চাই িব শষ সাধনা। সত র য় ছ অধরা, আ ছ স ৃ সৃি র সু র, প ল ান তার, সবসংশয় যা ব চ ল দূ র। স িচর পরু াতন, িচর নতূ নর িদশারী, পরশ পাথর এক, চতনার অনসু ারী। শ যার আঁধার হয় আ লাময়, িবষয় িবষ হয় অমৃতময়। সত হয় িন পাওয়া, তাই জা গ ম ন র ছায়া, সংশয় যায়িন এখ না, তাই হানা দয় িমথ ার কায়া। ঋিষ ছয় জন, যান তপব ন িষ িপ লাদ সকা শ, প ত হ ব র পিরচয়, িচর সংশয় না শ। িষ ক হন - প ত হ ল া নর অিধকার, য়াজন আ ছ একিট বছর িনরিবি সাধনার। ভয় এব তাপসা চ যন য়া সংবৎসরং। এইভা ব হ ল পার বৎসরকাল, ওই ঋিষগণ, িপ লাদ সকা শ ক রন পনু রায় গমন। কব ী ঋিষ কন, আমরা িজ াসু অধীর, দান ক ন স ান, িচ হাক সুধীর। বলুন মহিষ দব ক সই পরম মহাকারণ, কাথা থ ক আ স এ জীবকু ল, ক িতিন জগৎ তারণ। কু তা হ বা ইমাঃ জা: জায় ইিত, িজ াসু মারা, ক িতিন সৃি র জাপিতঃ।

িপ লাদ ঋিষ কন, সূয এ জগ তর কারণ, আকাশ হ লা আধার, চার মহাভ ত ক র স ধারণ। জাপিত ক রন তপ, রিয় আর াণ যুগ ল ক রন বরণ, সং যা গ তা দর সৃি হয়, এ জগৎ আর মহ চতন। প ািদ সময় আ ছ যত, হয় জাপিতর অ প, অ ই জাপিত, অ ই কাশ পায়, তার িবিবধ প। দ য় আ ছন জীবা া, শতনািড় ত যার হয় িবকাশ, যু হয় সষু ায়, যথা ভব ন ভব ন হ য় ছ তার কাশ। সত কাম ঋিষর িজ াসু মন, জািন ত চান ও ার সাধ ন ম ল িক স ধন। িপ লাদ স গাপন ান ক রন অনাবরণ- জানান সব সাধনার ও ার সাধন। ও ার অনাহত িন, আ ছ িবধতৃ িব র িতিট কণায়, ও ার সাধনা দয় সই চতনা, যা বািজ ছ সদা িব বীণায়। ঋিষগণ ঋ হন ান লা ভ, স ত র আ লা ক র অনভু ব। িপ লাদ ঋিষ কন -পরম আ ছন সীমামা ঝ ও সীমার সীমানার পা র, জািন ল তা র, যা ব জীব নর মৃত সীমার পা র, দঃু খ যা ব দূ র। রথ চ র অর িল ি িত পায়, যু থ ক চ নািভ ত, া ীি িতর পা ব অনভু িত, যিদ হও যু সই ক িট ত। অরা ইব রথনা ভৗ কলা যি ন িতি তা: তং ব বদ ঙ পু ষঙ বদ যথা মা বা মৃত : পিরব থা ইিত: ( াপিনষদ) (অর-spokes of a wheel)

210.আহা মির মির িন িন তব আ ান সুম বাতা স, িন ছ ি তাপহরা শারদ আকা শ। নপু রু িন তব, িন কাশব ন ক ন, জলদহীন মঘর থ এ সছ, দ খিছ প ন। ভা ত শফালী ঝ র ছ, যপ থ ক রছ নতৃ , র ঙ প বনপথ ক রছ আবতৃ । কমল পু প দ খিছ ক ন, দ িন তামার মধরু ন। কু কদ ক র ছ আ লািকত বনপথ, আকা শ পণূ চ ভ স ছ ি িগিরপথ। বস ঋতরাজ র ঙ র স ক র সাজ, শর তর আ ছ িব , দিখ িনত , নীপবন মাঝ। বরষার বধব , ত পু রা জ, শর তর মঘরথ, ষড়ঋত মা ঝ। ী শীত, দইু ঋত তাপমা ন িব তীপ, তবু শরৎ িদ য় ছ আন , মুি ত তািধক। বা রামা স ছয় ঋত এ ক এ ক হ ট যায়, সময় সারণী ধির, শরৎ, স জ ছা যুিথকা শফালী কদ , আহা মির মির।। Dated:-02.02.2021 অিনবাণ িভ ু

211.কৃ া বািলকা ঝর ঝর বর ষ বরষা বাির ধারা, জলদ আভর ণ আবিরত ধরা। িদবস যািমনী সদা ছায়া অবনতা, অবশ কৃ িত, িববশ কািমনীলতা। ণ ণ ণ ভা, কা শ তার িবভা, নিছ ব ন ি ংহিত দ খিছ গজ শাভা। দ খিছ নদীত ট লাি ত ঊিমনতৃ , াউ িমথনু হয়, ভির দয় িচ । িঝি সংগী ত িন স া মুখর, ভক মূছনা তা ত িদ ত ছ আঁখর। স ায় ল জানাক, ালায় ণ ীপ, বাঙালীর ম য় তলসীত ল ালায় দীপ। নীর ব িনশী থ িনশাজা গ কািমনী, জলদ ম শা ন বাতা একািকনী। ি য় তার গ ছ বিু ঝ কান এক বা স, বরষা একতারা হ য় বািজ ছ তা শ। এ স ছ বরষা, ডাক তার ন ছ কৃ িতরাণী, ফু ট ছ আিঙনায় তার যুিথকা বিল িকবা কািমনী। রাত জাগা সুগি পু রাণী সব, সুগ ডা ক পু িমতা দখায় বভব। িনশাকা ল বরষার ধারা, গ য় গ ছ গান, নিছ স রািগনী ড ক ছ নদী ত বান। বরষা কৃ া বািলকা এক, অ ধা র কাঁ দ, অবশ িববশ াণ, িন জ র গহৃ কা ণ বাঁ ধ। আিম তা র সাজা য়িছ ত-পু -প ,

আমার া ণ ব জ ছ স, আ ছ িদ বৃ । কণ লিতকায় তার িদ য়িছ পু কদ , ধারা ভরা খা ল িব ল, দ খ ছ স িনজ িব । গঁ থিছ কয়া কািমনী সুগি বিল, িদ য়িছ স িবিচ মািলকা তার গ ল তিল। মালিতলতা িদ য় বঁ ধিছ িনিবব তার নই কউর ক ন, বঁ ধিছ জঁইু আর কশ রর হার। কবরী র খিছ মু , বাঁিধিন তার বণী, কাজলহীন আঁিখপ , কশর িদ য়িছ ছািন। ক িদ য়িছ বাণী, গ য় ছ স রাগ মঘম ার, িনশী থ গ য় ছ স, কাজির আর িবলি ত বাহার। আষাঢ় িছল গ ীর, াব ণ ব হ পাগল ধারা বরষারাণী বড় অিভমানী, চ মার এম ন িদ য় ছ ধরা। বািলকা বরষা ক য় গ ছ মার কা ন কা ন, যা ব চ ল, তবু আিস ব স, বা র বা র প ন। আিস ব সািজ ব আবার, বছর হ ল পার, রািখ যন ত ল কদ আর যুিথকার হার।। Dated:-02.02.2021


Like this book? You can publish your book online for free in a few minutes!
Create your own flipbook