Important Announcement
PubHTML5 Scheduled Server Maintenance on (GMT) Sunday, June 26th, 2:00 am - 8:00 am.
PubHTML5 site will be inoperative during the times indicated!

Home Explore 1st Phase Of MTEL Ebook_clone

1st Phase Of MTEL Ebook_clone

Published by Razibul Hoq Raz, 2023-07-30 04:41:51

Description: সার্চ অপশনে যেকোন চ্যাপ্টারের কিংবা যেকোন টপিক্সের সংক্ষিপ্ত নাম লিখে সার্চ দিন সাথে সাথে সে টপিক্সে যেতে পারবেন। পেইজ বুক মার্ক করে রাখতে পারবেন, কলম দিয়ে দাঁগিয়েও পড়তে পারবেন। হালকা ট্যাপ করে ইবুকের সব অপশনগুলো দেখে নিন।

Search

Read the Text Version

1st Phase | Mastering The English Language | Razibul Hoq Raz Page | 21 Class 1(A-1) ইংরেজি বা যেরকান যেরেে ভাষাই মূলত মরনে ভাব প্রকারে বযবহৃত জকছু অর্থবহ-স্বার্থক অজভবযজি তর্া বাকয বা যেরেন্স এে েমজি। আে এই বাকয বা যেরেন্স েমুরহে নানাজবধ স্ট্রাকচাে বা প্যাটানথ মরনে প্রট জনখুঁতভারব আুঁকরত প্াো তর্া অনুধাবন কেরত প্াো, কলরত প্াো ও জলখরত প্াোে অনয মারনই হল যে ভাষা তর্া ইংরেজিরক েপ্ত কো/আয়ত্ত কো অর্থাৎ Mastering The English Language. এখানে, Master(Verb) থেনে Mastering (Gerund) =আয়ত্ত েরা/রপ্ত েরা/েরায়ত্ত েরা। আবার েী রপ্ত েরনবে? এর উওনর Object হিনেনব The English Language (Noun Phrase)জট বরেরছ। যখয়াল করুন ভাষারক মূলত এভারবই (Verb+Object) ইরটে মত যেরর্ অেংখয প্যাটানথ বা ছাুঁরচ যেরল যেখা োয়। আে আমো েম্পরূ ্থ বইজটরত ভাষাে এই অেংখয প্যাটানথ বা ছাুঁচগুরলাই জেখরত োজি। যতা চলুন শুরু কজে। প্রর্রমই আমো েজে ইংরেজি ভাষাটারক জবরেষর্ কজে, তাহরল জনরনাি জবষয়গুরলা প্াইঃ Enlish Language Enlish Sentences English words, phrases & Clauses Form Units Function Units যতা যেখা োরি ভাষায় মূলত অেংখয English words, phrases & Clauses র্ারক আে এই অেংখয English words, phrases & Clauses গুরলারক আমো Form এবং Funtion নারমে দুজট ইউজনট জেরয় োচাই বাছাই করে জবজভন্ন প্যাটানথ বা ছাুঁরচ যেরল Enlish Sentences বা বাকয ততেী কজে। তাহরল এখন আমো িানব Form এবং Funtion Unit তাহরল কী? Form Units ক োন স্পীচ এর পোর্টস নয় অথবো পোর্টস এমন words, phrases & Clauses গুল ো কসই স্পীচ তথো ক োন বোল ে ী ভূমম ো পো ন রলে তো মবলবচনোয় নো মনলয় শুধু তোলের গঠনগত অথট বো আ োর-আ ৃমতর কে পমরচয় হয় তো’ই Form বা Form units. যেমন, Razib, Rakib, Rony এরা োম বা Noun হেন্তু Razib went to school. বানেে Razib, Noun হরলও বাকয জবরবচনায় কাি কেরছ Subject এর। জনরচ জকছু েমথ ইউজনটে এে উোহের্ যেয়া হল, Be verb Am, is, Are, Was, Were, Article A, An ,The Modifiers Very, Nice ,Good, Bad Noun Rahim, Karim, Rahima, Jharina Noun Phrases a very good boy, The next day, a very nice girl. Facebook: Razibul Hoq Raz YouTube: Today’s Just Now Contact: 01521259401


































































































Like this book? You can publish your book online for free in a few minutes!
Create your own flipbook